Monday, May 4, 2020

একজন আর্কিটেক্ট


 -মুস্তফা তারিক হাদী-


আপনার এবং আপনার বাবা মা এর স্বপ্ন আর্কিটেক্ট হবেন আপনি।। আচ্ছা হবেন, কিন্তু তার আগে কিছু বিষয় জানা থাকা বাঞ্ছনীয়।। ভর্তি হবেন আর্কিটেকচার এ?? আপনি কি জীবন এর সকল আরামদায়ক ও সুখকর বস্তু ত্যাগ করতে প্রস্তুত?? আচ্ছা ধরুন অনেক বাধা বিপত্তি পেরিয়ে ভর্তি হয়েই গেলেন আর্কিটেকচার এ। এখন কি পাঁচ বছর ভালভাবে পড়াশুনা করে আর্কিটেক্ট হয়ে যাবেন?? আসলে ব্যাপার টা আমাদের দেশের রাজনীতির মতই একটু জটিল।। ভর্তি হওয়ার পরেই আপনার মধ্যে একটা আলাদা ভাব চলে আসবে, আসলে দোষের কিছু নেই, কারন আপনি গিনেজ ওয়ার্ল্ড বুক এর সব থেকে জটিল বিষয়বস্তু নিয়ে পড়াশুনা করছেন।। আপনি ভেবেছিলেন আর্কিটেকচার পড়লেই শিখে যাবেন, কিন্তু না, এখানে আপনাকে ব্যবহারিক প্রকল্প বানিয়ে পাশ করতে হবে।। ওহ এ তো অনেক ভালো, ভালো করে বানালেই পাশ।। কিন্তু ভেবে দেখুন কারো পাহাড় ভালো লাগে, কারো ভালো লাগে সমুদ্র।। কারো ভালো লাগে ধবল রঙের তন্বী কেউ বা আবার তামাটে হাওয়ার জন্য সান বাথ করে।। তার মানে যেহেতু সুন্দর এর কোন নির্দিষ্ট সঙ্গা নেই, মানুষ ভেদে রুচি পরিবর্তন হয়।। তাহলে আপনার প্রোজেক্ট আপনার কাছে সুন্দর লাগলেও নির্ধারকদের কাছে বস্তাপচা থুথু ফেলার মত ডিজাইন হতে পারে।। আবার হয়ত দুজন নির্ধারক বলবেন তুমি একদিন অনেক বড় আর্কিটেক্ট হবে, Good Job , কিন্তু অন্য দুজন বলবে কিছুই হয়নি বুলশিট।। আপনার প্রজেক্ট এর ব্যবহারিক দিক ঠিক রাখলে Aesthetic Aspect ঠিক থাকবেনা, আবার দেখতে সুন্দর হলেও ব্যবহারিক দিক ঠিক থাকবেনা।। যদিও সুন্দর নিয়ে ওই বিতর্ক থেকেই যাবে।। আপনি সমস্ত রাত জেগে, এমন কি তিন থেকে চার দিন রাত টানা কাজ করে যখন শুনবেন "কিছুই হয়নি, আবার করতে হবে" তখন কি আপনি নিজের আবেগ ধরে রাখতে পারবেন?? একবার প্রজেক্ট বানাতে আর প্রিন্ট খরচ দিতে গিয়ে আপনার অভিভাবক বুকে ব্যাথা অনুভব করতে পারেন, যখন এক ই প্রজেক্ট এর জন্য দশ বার টাকা দেয়া লাগবে তখন আপনাকে নেশাখোর বলে আখ্যা দেয়া হবে, আপনার লাইফ স্টাইল আর হাব ভাব এ এ সন্দেহ আরও জোরদার হবে।। তবুও তো ভালো পুঁথিগত পড়ালেখা নাই, মুখাস্ত বিদ্যা এর বাইরের জগত... ভাই একটু ব্রেক।। যদি ভেবে থাকেন অন্য বিষয় এর মত বই পড়ে পরিক্ষা দেয়া লাগবেনা তাহলে আপনি এক মধুর স্বপ্নে বসবাস করছেন।। পদার্থ বিজ্ঞান, গনিত, সসিওলজি, সাইকলজি, দর্শন , মার্কেটিং, ইংলিশ এহেন অনেক বিষয়ই আপনার পড়তে হবে এবং পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।। এইসব পড়বেন কখন আর ডিজাইন এর কাজ করবেন কখন?? তবুও সব বাধা উৎরিয়ে, অনেক লম্ফ ঝম্ফ দিয়ে, গেরিলা যুদ্ধে হেরে আপনি পাশ করে গেলেন...।। বাহ !! এখন থেকে আপনি আর্কিটেক্ট !! মুহুহুহুহহহাহাহাহাহা !! তোর এই সাধ এত সহজে পূর্ণ হওয়ার নয় বেটা, কেবল তো শুরু।। আপনি কেবল প্রথম স্তর পার করলেন।। অভিনন্দন।। আপনাকে এখন কোন অভিজ্ঞতা সম্পন্ন আর্কিটেক্ট এর কাছে শিখতে হবে, খুশির খবর এই যে টাকা দেয়া লাগবে না, কেউ কেউ ফ্রি শিখাবে আপনাকে, আর উদার মনের কেউ কেউ আপনাকে মাস শেষ এ রিক্সা ভাড়া দিবেন, কি খুশির খবর !! শিখবেন আবার টাকা ও পাবেন।। এতদিন শিখেছেন যা তার বাইরেও অনেক কিছু শেখার আছে এমন কথা শুনবেন প্রতিনিয়ত এবং টা উপলব্ধি ও করবেন।। ধুর !! শেখার দরকার নেই, নিজেই ফার্ম দিব।। গ্রেট ।। কিন্তু আপনি তো আপনার করা ডিজাইন এ সাক্ষর করতে পারবেন না।। আর সাক্ষর ছাড়া ওই ডিজাইন পাশ ও হবেনা।। আপনার সার্টিফিকেট টা ওই ক্ষমতা আপনাকে দেয়নি।। আপনার IAB এর মেম্বার হতে হবে।। আচ্ছা আপনার ইউনিভার্সিটি কি IAB এর মেম্বার ছিল?? যদি থাকে তাহলে আপনি মেম্বার হওয়ার পরিক্ষায় অংশ নিতে পারবেন।। আবার পরীক্ষা?? যাক আপনি এখন IAB এর মেম্বার।। আপনি কি মাস্টার্স করেছেন?? আহা , না হলে তো আপনি Valueless।। আর্কিটেক্ট হল "Late Bloomers".. তাও যদি আপনি bloom করেন।। ৮০% ই কোনদিন ও পূর্ণ প্রস্ফুটিত হতে পারে না।। কিন্তু আপনি যখন আর্কিটেক্ট হওয়ার কঠিন সাধনায় রত, টাকা পয়সার দিকে তাকানোর সময় নেই ততদিনে আপনার বন্ধু হয়ত ব্যবসা করে কোটিপতি, কেউ ব্যাঙ্ক এ চাকরী করে নিজের গাড়ি বাড়িতে বউ বাচ্চা নিয়ে সুখে আছে।। যদিও বা আপনি আর্কিটেক্ট হয়েই গেলেন, ক্লায়েন্ট এর থেকে উনার পকেট এর টাকা আপনার পকেট এ আসার মধ্যবর্তী সময়ে আপনার অনেক বার অসুস্থতা বোধ হতে পারে।। এই পর্যায় আবার অন্যরকম সাধনা এর পর্যায়।। এই নিয়ে অন্যদিন কথা হবে।। আচ্ছা এইভাবে যে গুষ্টি উদ্ধার করলেন, তাহলে মানুষ কেন পড়ে আর্কিটেকচার ?? কারন এটা কোন পেশা নয়, এটা একটা জীবন ব্যবস্থা।। যেখানে সম্মান এবং গর্ব নিয়ে বাঁচতে পারবেন।। আপনি এক অভাবনীয় আনন্দ পাবেন এত কষ্টের মাঝেও।। সৃষ্টি এর আনন্দ।। আপনি আপনার বানানো প্রকল্প বাস্তবে চোখের সামনে দেখে যে আনন্দ পাবেন তা সাধারন কেউ কল্পনা করতে পারবে না।। আপনি ভিন্ন জীবন দর্শন নিয়ে বাঁচতে পারবেন।। আপনি দেশ, জাতি ও সমাজ এর জন্য প্রত্যক্ষ ভাবে অনেক কিছু করতে পারবেন।। আপনি সর্বজন সমাদৃত হবেন।। আপনি সকল বিষয়ে জ্ঞানী হবেন, আপনার জ্ঞান এর পরিধি দেখে মানুষ হিংসা করবে।। সব থেকে বড় কথা আপনি একজন আর্কিটেক্ট।। এই নাম এর একটা নিজস্ব সম্মান আছে, আছে অনেক দায়িত্ব।
                      ।। ধন্যবাদ ।।

No comments:

Post a Comment