Wednesday, October 27, 2021

ঠেকে শেখা!!

আমরা যারা চারবছর ডিপ্লোমা শেষ করে + 5 years Bachelor of architecture/ 4 Years বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে কতগুলো সফটওয়্যারে বিশেষ দক্ষতা অর্জন করে, drawing, 3D modelling, rendering and animation এর প্রেকটিকেল  কোন একটা কাজে হাত দেই এবং কাজটা শেষ করি তখন আমাদের এই কাজ যার দিয়ে থাকেন তাদের অনেকে দেখে মনে করেন এগুলো তো নেটে পাওয়া যায় ডাউনলোড করে নেওয়া তখন কেমন লাগে??

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে বলছি। আমার এক জুনিয়র মেয়ে একটি ঈদগাহের মিম্বার ডিজাইন করে দিয়েছে তার পরিচিত একজনের কথায়। সে ভেবেছিলো যে সেই বন্ধু হয়তো মোটামুটি কিছু একটা টাকা দিবে। সে যেহেতু তখনও শিক্ষার্থী ছিলো এবং বন্ধুর কথায় কাজটা করছে সেহেতু খুব বেশি টাকাও আশা করছিলো না। সে অবস্থায় হয়তো ১০-১৫ হাজার টাকাও (যেটা কাজের ভলিউমের তুলনায় খুবই সামান্য) তার জন্য অনেক হত। আর সেই বন্ধু কাজের পরিমান না বুঝে এটা কে সামান্য কাজ মনে করে ভেবে নিয়েছে "ফ্রী অফ কস্ট"। 

ঝামেলা হল কাজ শেষ করার কিছুদিন পর মেয়েটি টাকা চাওয়ায় তার বন্ধু আকাশ থেকে পড়লো এবং লুকোছাপা করা শুরু করলো। এই লুকোছাপার এক পর্যায়ে ছেলেটি বিভিন্ন কারনে মেয়েটিকে আনফ্রেন্ড করে দিলো। এই ব্যাপারটি নিয়ে মেয়েটি আমাদের পাবলিক প্ল্যাটফর্মে সমাধান চাইলে কিছু মানুষ এর প্রতিবাদ করলো। আবার কিছু অতি দরদি সবজান্তা এবং ধর্মধ্বজা ধারি মানুষ ছেলেটির পক্ষে সাফাই গেয়ে বলল, "এক রাতের কাজ", "একটা মিম্বার ডিজাইন করে টাকা চাইবার কি আছে", "এটা তো ফ্রি করা উচিৎ", "সদকায়ে যারিয়া"। তাদের জন্য কয়েকটা কথা।

ছোট্ট একটা ছবি শেয়ার করছি। একটা টয়লেট এর ওয়ার্কিং ড্রইং। একদম সাধারন স্বাভাবিক একটা টয়লেট। এরকম আরো কয়েকটা ড্রইং দেয়ার পর একটা টয়লেট বানানো যায়। তাও আরো অনেক ঝক্কি। কখনও অনেকদূর কাজ করার পর ক্লায়েন্ট বলে "বেসিন টা আর আড়াই ইঞ্চি বাঁয়ে সরানো যাবে? অল্পই তো, সরিয়ে দেন, ঝামেলা হবে না।" আমার ঝামেলা হবে কি হবে না সেটাও সবজান্তা ক্লায়েন্ট জানেন। কি বিরাট জ্ঞান ক্লায়েন্ট এর! 

অনেকে শেষের প্রোডাক্ট এর আকার দেখে ডিজাইন করতে কতদিন লাগে ধারণা করে নেন। এবং খুব কনফিডেন্স এর সাথে ধারণা করেন। কিভাবে পারেন ভাই? যেই স্থপতি বহুদিন ধরে টয়লেটের ড্রইং করতে করতে ক্লান্ত তার না এসব দেখলে শুরুতে রাগ হয়, এরপর কান্না পায়। কোন ব্যাপারে না জেনে "এইটা তো এক রাতের কাজ" করা মানুষেরা মনে হয় ধরেই নেন যে বাচ্চা পয়দা করাও এক রাতের কাজ। বাকি নয়মাস চোখে পড়েই না মনে হয় আপনাদের? কেমন লাগবে আপনার, যদি আপনার অনেক সাধনার কাজ কেউ বলে এইটা তো অমুকে এক ঘন্টায় করে ফেলতে পারে?! সবার বিবেচনার কাছে ছেড়ে দিলাম। 

আর আরেকটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বোঝার এখন হাই টাইম, সেটা হল, মুয়াজ্জিন আযান ও ফ্রি তে দেয় না, ঈমাম সাহেব ও টাকা ছাড়া ফ্রি অফ কস্ট সিজদায় মাথা নোয়ান না। মানেন আর না মানেন এটাই বাস্তবতা। মেনে নেয়াটাই কি বুদ্ধিমানের কাজ না?

বিঃ দ্রঃ এই ড্রইং টা গুগল থেকে নেয়া। পাব্লিক প্ল্যাটফর্মে পাওয়া। নিজের অফিসের কাজ দিলাম না। কে জানে হয়তো এই ছোট্ট টয়লেটের ড্রইংকেও কেউ ফ্রি অফ কস্ট ধরে ফেলবে কিনা। আমি আবার ট্রিটের কাজে ইদানিং আগ্রহ পাই না। খারাপ গালি দিতে ইচ্ছা করে। Try me at your own risk. Learned a few deadly new ones. 

#Say_No_to_Free_Design


Credit- #Rafiqul_Islam_Tusar.

No comments:

Post a Comment