Monday, October 25, 2021

আমাাদের দেশে প্রতি বছর ভবন নির্মাণে অনেক মানুষ আহত বা নিহত হয়!

মোঃ সায়েদ:এর কারণ হিসেবে বলা যায়-ভবন মালিক বা ঠিকাদারদের উদাসীনতা বা অবহেলা অনেক টা দায়ী|


কুয়েটের এক ছাত্রের গবেঘণায় দেখা যায় যে -আমাাদের দেশে প্রতিবছর ১৭৯  জন শ্রমিক সাইটে সেফটি প্রপারি মেইনটেইন না করার কারণে নিহত হয়,এবং ১০০০ এর উপরে আহত হয়।

আমাাদের দেশের ভবন মালিক রা ভবন ধস বা ভূমিকম্পের ডাইনামিক লোডের ফলে ভবন ফেইলিউর প্রতিরোধে মেটিলিয়ালস এর কোয়ালিটি ঠিক রাখতে  মালামালের দাম বেশী হলে ও খুবই সতর্ক থাকে, তবে সেফটি ইসুতে কিছু টা উদাসীন থাকে...


তাই আমাাদের প্রজেক্ট সুপারভিশন এ

-শাটারিং চেক,

-লে-আউট চেকে,

-লেভেলিং চেক,

-স্ট্রাকচারাল ডিটেইলিং চেক,

এবং মেটিলিয়ালস এর কোয়ালিটি চেকের পাশাপাশি অবশ্যই-

-সাইটে প্রপার সেইফটি মেজার নেওয়া হয়েছে কিনা সেটা চেক করা!

-শাটারিং , প্রপিং, স্ক্যাফোল্ডিং ঠিক আছে কিনা চেক করা।

-সাইটের সেইফটির জন্য ক্যান্টিলিভার ট্রাস সিস্টেমের ক্যানোপী দিয়া হয়েছে কিনা চেক করা।

অনেক সময় নির্মাণের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান খরচ বাঁচাতে এই ক্যানোপী দেয়না। এতে পথচারীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। বিল্ডিং ডিজাইন ও কনস্ট্রাকশনের সাথে জড়িত সকল প্রফেশনালদের এই বিষয়ে সতর্ক থাকে উচিত কারন এখানে মানুষের জীবনের ব্যাপক ঝুঁকি রয়েছে। সামান্য ভূলের জন্য নিরীহ মানুষের প্রাণ যেতে পারে যেটা খুবই দুঃখজনক..

No comments:

Post a Comment