পানি গ্রাম রিসোর্ট



নাম শুনে মনে হওয়ার সম্ভবনা বেশি- এটি হাওড় বা বাওড়ের মাঝে ভেসে থাকা জনবিচ্ছিন্ন কোন গ্রাম। দ্বীপগ্রাম না হলেও এ স্থানে পানির কোন অভাব নেই। “পানি গ্রাম রিসোর্ট” এর তিন পাশে ভৈরব ও কপোতাক্ষ নদ।
তিন দিকে পানিবেষ্টিত বলে- এ রিসোর্টের নাম দেয়া হয়েছে পানিগ্রাম।
রিসোর্টের কাছেই ভৈরব আর কপোতাক্ষের সঙ্গম মোহনা।

ভৈরব এখানেই কপোতাক্ষ নদে সমর্পিত হয়েছে। রিসোর্টে খাঁটি গ্রামের গন্ধ, পানি আর সবুজের মিশেলটাও দারুন।

.
রিসোর্টে থাকার ব্যবস্থা মাটিরঘরে।
দেশের খ্যাতনামা বেশ কয়জন স্থপতির সাথে মাড কনসালটেন্ট হিসেবে স্থপতি সিয়াম নাইম কাজ করছেন।

বিভিন্ন আয়তন ও মানের ঘরগুলো কাঁচা ইটের তৈরী। গোলপাতার ছাউনির নীচে নিখুঁত বাঁশের সাপোর্টিং; মাটির সাথে- কাঠ, বাঁশ ও কাঁচের ব্যবহার- দারুন নান্দনিক দেখায়।
আলোক প্রক্ষেপন রাতে রিসোর্টটিকে স্বর্গীয় করে তোলে।
বিশালাকায় ট্যারেস ও সেখান থেকে নদীর দৃশ্যপট এক কথায় অতুলনীয়।

রিসোর্টে মাড হাউস নির্মাণের ধারণা নতুন না হলেও এ ধরনের উদ্যোগের অপ্রতুল্যতা আছে এবং দেশে তারকা মানের অন্য কোন মাড হাউস রিসোর্ট নেই। এখানকার ঘরগুলো শ্রীলংকার মাড হাট গুলোর আদলে তৈরি।

অবস্থান-যশোরের চৌগাছা উপজেলার কপোতাক্ষ-ভৈরব নদের মিলনস্থল তাহেরপুরে “পানিগ্রাম রিসোর্ট”।
.
লিখাঃ নন্দন থেকে
📷 Google ©

No comments

Powered by Blogger.