নারীর আবাস, নগরটা আসলে কার, woman in public spaces, নারীর জন্য নগর গড়ে উঠতে পারে কিভাবে-সিউতি সবুর||

☞সুপ্রভা জুঁই||সিউতি সবুর বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে একজন সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন । সেই সাথে একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের social sciences এর coordinator হিসেবেও দায়িত্ব পালন করছেন। National University of Singapore থেকে sociology তে তিনি PHD ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞনে পড়াশুনা শেষ করে দ্বিতীয় মাস্টার্সটি করেন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে cultural dynamics এর উপর। গত কিছু বছর ধরে তিনি 'Metropolitan Middle Class of Bangladesh' সম্পর্কে গবেষণা করে যাচ্ছেন মূলত তাদের জীবনধারা, লিঙ্গভিত্তিক ভূমিকার পরিবর্তন, সামাজিক ও বহুজাতিক নেটওয়ার্ক সম্পর্কে বিস্তর কাজ করছেন।সাম্প্রতিক কালে   “Marriage and Friendship: Social Networks of the Bangladeshi Affluent ‘Middle Class’ এই বইটির উপরে কাজ করছেন।

*****

কৃষ্টি ফাউন্ডেশনের অনলাইন আয়োজন - ০৭

______________________________

বিষয়: নগর ও নারী, সঙ্গে সিউতি সবুর

নারীর আবাস, নগরটা আসলে কার, woman in public spaces, নারীর জন্য নগর গড়ে উঠতে পারে কিভাবে এরকম নানা বিষয়ে আমরা আলাপ করবো।

Time: May 19, 2020 08:30 PM Dacca

Meeting ID: 839 7575 5306

Password: krishti007

Join Zoom Meeting

[https://us02web.zoom.us/j/83975755306…](https://us02web.zoom.us/j/83975755306?pwd=WW9JMk5qb2JobWtyTXpYOUNmR0QrQT09&fbclid=IwAR3iVtP4JPZ7tLH3wZS_M9jURL08-R3vEH_uGqqpgdWL5wMkYQZ7mqJe8y4)

No comments

Powered by Blogger.