আমাদের ঢাকা শহর হয়তো চিরতরে হারিয়ে ফেলবে দেশের আধুনিক স্থাপত্যের সূচনালগ্নের এই দুই অনন্য স্থাপনাকে-তারিকুল লাভলু

 "সরকারি আবাসন প্রকল্পে নির্দিষ্ট ভবন নক্সা" - এটা কী ইস্যু দিয়ে ইস্যুকে আড়ালের সেই পুরোনো খেলা?

টিএসসি ও কমলাপুর রেলস্টেশন ভবন ভেঙে ফেলার প্রকাশিত খবরে যখন এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেইনস্ট্রিম মিডিয়ায় দেশের সচেতন নাগরিক সমাজ সোচ্চার, এই মাধ্যমগুলিতে প্রায় প্রতিদিনই নানা প্রতিবেদন, প্রতিক্রিয়া, কলাম ও পোস্ট প্রকাশিত হচ্ছে, ঠিক তখনই সরকারি প্লটে ভবনের নক্সা নির্দিষ্ট করে দেয়ার এক বিতর্কিত সিদ্ধান্তের সম্ভাব্য বাস্তবায়নের কথা প্রচার করে দেয়া হলো। 



লক্ষ্যনীয়, নির্দিষ্ট ভবন সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে আন্তমন্ত্রনালয়ের সভাটি অনুষ্ঠিত হয় গত ২৬শে নভেম্বর, ২০২০এ। অথচ খবরটি প্রথমআলো সহ কিছু জাতীয় দৈনিকে এসেছে গত ১৮ই জানুয়ারী! স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এতোদিন খবরটি মিডিয়ায় চাউর হয় নি কেন?


চলমান একটা আলোচিত ইস্যুকে নতুন আরেকটা ইস্যু দিয়ে ধামাচাপা দেয়ার ঘটনা বিগত কয়েক বছর ধরেই একের পর এক আমরা প্রত্যক্ষ করে আসছি। নতুন ইস্যুর অন্তরালে পুরোনো বিতর্কিত ইস্যুগুলি হয় পার পেয়ে যায়, অথবা অলক্ষ্যে সংগঠিত হয়ে যায়!


ভবন নির্দিষ্ট করে দেয়ায় সিদ্ধান্তের বিরুদ্ধে এদেশের স্থপতি ও প্রকৌশলী সমাজ ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন। 


ভবনের নক্সা অনুমোদনের ক্ষেত্রে রাজউকের অদক্ষতা, অযোগ্যতা, কালক্ষেপণ ও দূর্ণীতির দায়ে দেশের স্থাপত্য ও প্রকৌশল পেশাজীবিরা কোন যুক্তিতে ভুক্তভোগী হবে সেটা নিয়ে নিশ্চয়ই অদূর ভবিষ্যতে তুমুল যুক্তিযুদ্ধ হবে। যুক্তি মানলে নীতিনির্ধারকেরা সেই বিতর্কের পর তাঁদের এই সিদ্ধান্তও নিশ্চয়ই বদলাবেন।


আপাততঃ আমরা টিএসসি ও কমলাপুর রেলস্টেশন ভবন সুরক্ষিত করার বিষয়ে আমাদের দাবি নিয়ে অনড় থাকতে চাই। 


এই মুহূর্তে এই দাবি থেকে সামান্য বিচ্যুত হলেই আমাদের ঢাকা শহর হয়তো চিরতরে হারিয়ে ফেলবে দেশের আধুনিক স্থাপত্যের সূচনালগ্নের এই দুই অনন্য স্থাপনাকে।

No comments

Powered by Blogger.