Tuesday, July 7, 2020

স্থপতি নুসরাত শারমিনের ভাবনা

আমি নুসরাত শারমিন পেশায় একজন আর্কিটেক্ট।
স্বপ্ন দেখি একজন উচ্চমানের স্থপতি বা আর্কিটেক্ট হওয়ার।
🏵 আর্কিটেকচার শব্দটি যেন আমার রক্তের সাথে মিশে আছে। এই জীবনে ধ্যান-ধারণা সবকিছু ঘিরে আমার আর্কিটেকচার। আর্কিটেকচার এত ভালো লাগে যে সারা জীবন এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেও আমার কোনো সাধ পূরণ হবে না। এই সাবজেক্ট এর খুটিনাটি বিষয় গুলো খুবই  😍 অসাধারণ 😍।
👉এই সাবজেক্টটি কেউ যদি ভালোবেসে গ্রহণ করে তাহলে সে মানসিক ভাবে স্বাবলম্বী হবেই ইনশাল্লাহ 😊
👉আর এই আর্কিটেকচার সাবজেক্টটা আমার এত ভালো লাগে যে এটাই আমার ধ্যান-জ্ঞান আর ভালোবাসা।

👉তাই আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছে এই সাবজেক্ট কে কেন্দ্র করে আমি সামনের দিকে এগিয়ে যেতে ❤🤝❤ আর আমার এই ভালবাসার সাবজেক্ট নিয়ে একজন সফল  উদ্যোক্তা হতে চাই 😊।
👉নতুন নতুন কিছু আইডিয়া আর স্বপ্ন নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই 😊 আর আশা করি আপনারা আমার পাশে থেকে সাহায্য করবেন।আপনাদের সাহায্য ছাড়া আমি একা যে কখনো সফলতা অর্জন করতে পারব না।
🏵ছোটবেলায় চাইতাম ফ্যাশন ডিজাইনার হব। সেই ছোট বয়সে কোথাও কোন ডিজাইন দেখলে সেটা নিজের মতন করে মডিফাই করে নিতাম আর নতুন একটা ডিজাইনের রূপান্তরিত করতাম।
🏵 বড় হওয়ার সাথে সাথে আর্কিটেকচার শব্দটির অনেক শুনেছে এবং উপলব্ধি করেছি মনের ভিতর থেকে।

🏵 সেই থেকে একজন আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন নিয়ে আর্কিটেকচারের 🏰🏯🏰 জার্নি করা শুরু হয়।
🏵 আর্কিটেকচারে স্টাডি করার প্রায় কিছুদিন পরে আমি বুঝতে পারলাম যে আমি ছোটবেলা থেকে আর্কিটেকচারে ডিজাইন & প্ল্যানিং নিয়ে নিজে নিজেই কাজ করতাম কিন্তু আমি তখন বুঝতে পারতাম না যে সেটাই আমার স্বপ্নের আর্কিটেকচারের একটা বিশেষ অংশ।

🏯আমি কাজ করছি আর্কিটেকচারাল ডিজাইন এন্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে।
😍 আর 😍
💃🛍💃আমার আর্কিটেকচারাল চিন্তাভাবনার ওপর ভিত্তি করে একটি বুটিক আর মেগাশপ খুবই তাড়াতাড়ি ওপেন করব ইনশাল্লাহ।

🏵 এর আগেও ইন্টেরিয়র ডিজাইন এবং আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে অনেক কাজ করেছি |

Owner of 🏯Arch Rotation🏯
@ Arch Nusrat Sharmin

1 comment:

  1. Apni kothai practice Koran ba kothai project running asa?

    ReplyDelete