হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের স্থাপত্য বিভাগের লেভেল ০১ সেমিষ্টার ০১ এর শিক্ষার্থীরা দিয়েছে অনলাইন সাবমিশন ||হাসিব শাহরিয়ার||

প্রাইমারি সলিডের ডুডোল

করোনা ভাইরাসের তাণ্ডবে শিক্ষাজীবন লন্ডভন্ড হলেও, থেমে নেই শিক্ষা ব্যবস্থা । অনলাইনের মাধ্যমে চলছে শিক্ষা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় গত ১০ জুন হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের স্থাপত্য বিভাগের লেভেল ০১ সেমিষ্টার ০১ এর শিক্ষার্থীরা দিয়েছে অনলাইন সাবমিশন । তাদের সাবমিট করা প্রোজেক্টটি হোল প্রাইমারি সলিডের ডুডোল। কিছুটা কম্পোজিশন ,কিছুটা ডুডোল আর্ট মিলিয়ে চমৎকার একটি প্রোজেক্ট তারা শেষ করেছে প্রভাষক আব্দুল্লাহ আল জুবায়ের ইভান স্যারের তত্ত্বাবধানে।


এই প্রোজেক্টটির মাধ্যমে যেমন তাদের কম্পোজিশন সম্পর্কে ধারোনা আরও এক ধাপ এগিয়ে যাবে, তেমনি ভালো ধারনা হবে তাদের প্রোজেক্ট এর সাজসজ্জার উপরে শুধু তাই নয় আরও ভালো হবে তাদের এলিমেন্ট প্লেসমেন্টের ধারনা । আর স্থাপত্যবিদ্যার সকল শিক্ষার্থীরাই জানে যে কম্পোজিশনের গুরুত্ব কতোখানি।

No comments

Powered by Blogger.