ABOUT ME

জানুয়ারি  মাসের শুরু থেকে ব্লগে পোষ্ট করা শুরু করি আমরা, সেখান থেকেই যাত্রা শুরু আমাদের স্থাপত্য অবজার্ভার ব্লগ।

"লিখালিখি" করা এক ধরণের "আর্ট" বা "শিল্প"। আবার নিজের "লেখা" নিজের কাছে লুকিয়ে রাখাটা “পাপ “। (যদি সে অন্যদের কাছে না পৌঁছে নিজের কাছেই ধরে রাখে) 
 একটা লেখা মানেই একটা বিষয় , একটা ঘটনা কিংবা একটা গল্প। একটি"লিখা" হতে পারে, পাঠক মনের খোরাক। আবার একটি "লিখা" হতে পারে একজন মানুষের জীবন দর্শনে একটি অমূল্য বার্তা।  কে জানে মৃত্যু পথযাত্রী একজন ব্যক্তি সেই লেখার জোরে বেঁচে থাকার নতুন প্রত্যয়ে সংসার বাধবে। একটা "লিখা" লিখতে গিয়ে কখনো কারো আত্মমর্যাদা ক্ষুন্ন হয় না,আবার কেউ খুব বেশি মাথায় চড়েও বসে না। 
ব্লগে আপনি লিখবেন,অন্যদের লিখতে উৎসাহ দেবেন যাতে করে তারাও তাদের লেখায় উদ্দীপনা খুঁজে পায়, এই কী চাওয়া হতে পারে না !!!সেক্ষেত্রে অন্যদের মানসম্মত লিখাগুলি প্রকাশ করবো এতুটুক পারিতোষিক দিতে পারি।
 এই ব্লগে যে ধরণের লিখা স্থান পাবে, তার মধ্যে স্থান পাবে যেমন ছোটগল্প, তেমনি ক্ষেত্র বিশেষে "বড়গল্প" কিংবা উপন্যাস।  একটি দেশ তথা সমাজ ব্যবস্থা, কাল ও উত্তরণ সম্পর্কে জানতে হলে সে দেশ তথা সমাজ ব্যবস্থা, কাল ও উত্তরণের ইতিহাস জানাতো আবশ্যক। ইতিহাস-ঐতিহ্য, জীবন-ধারা,কৃষ্টি-সংস্কৃতি, প্রত্ন চর্চা , নান্দনিকতা, শিল্প-চর্চা, ভূগোলের পৃথিবী, স্থাপত্য ভাবনা, স্থাপত্যের গল্প এসব কিছুই স্থান পাবে এই ব্লগের  লেখনীতে।  
লেখা দিয়ে বৈরী মনোভাব তৈরী না বরং, প্রশান্তির বার্তা মেলে ধরবো এই অঙ্গীকার করেই আমরা আমাদের লেখাগুলো পৌঁছে দেব আপামর বাংলার ঘরে ঘরে।
Powered by Blogger.